বিবি প্রতিবেদক
যশোরে পূর্ব শত্রুতার জেরে তরিকুল ইসলাম (৪৫) নামে এক যুবককে পিটিয়ে আহত করেছে স্থানীয় দুবৃত্তরা। ঘটনাটি ঘটেছে আজ ( শুক্রবার) বিকেলে শহরের খড়কি কবিরের মোড়ে। তিনি ওই এলাকার বাসিন্দা।
আহত তরিকুল ইসলাম (৪৫) জানান, একই এলাকার বিশ্বাস পাড়ার রিন্টু (৩৮), মানু (৩৪), লিটন (২৬), রায়হান (২০) সহ অজ্ঞাতনামা ৩ থেকে ৪ জন বাড়ির পাশে কবিরের মোড়ে বসে ছিলো। এ সময় তারা তাকে একা পেয়ে পূর্ব শত্রুতার জেরে লোহার রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। এবং তার কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনার স্থল থেকে পালিয়ে যায়। তার আত্মীয়-স্বজনরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক হাসিব মোহা. আলী হাসান জানান, তার শরিরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
তার অবস্থা আশঙ্কামুক্ত।
শিরোনাম:
- যশোরে চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস : ‘গভীর ঘুমে’ স্বাস্থ্য বিভাগ
- জনগণের প্রত্যাশা পূরণে দরকার নির্বাচিত সরকার : নার্গিস বেগম
- জামায়াতের উদ্যোগে যশোরে এতিমদের মাঝে খাবার বিতরণ
- অস্ত্র মামলায় সন্ত্রাসী প্রান্তের ১৭ বছর কারাদণ্ড
- যশোরে এনটিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ঝিকরগাছায় এসিড নিক্ষেপে শিশু ও নারীসহ আহত ৩
- এমএম কলেজের নতুন অধ্যক্ষ মিজানুর রহমান
- এইচএসসি পরীক্ষার্থীদের পাশে চৌগাছা ছাত্রদল