শ্যামনগর প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগরে চাঁদার দাবিতে ঠিকাদার নাজমুল হাসানকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। রোববার রাতে উপজেলার গাবুরা ইউনিয়নের লক্ষ্মীখালী গ্রামে আবুল হোসেনের বাড়ির সংলগ্ন পাউবো বেড়িবাঁধের উপরে এ ঘটনা ঘটে। শ্যামনগর থানার ওসি আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
গুরুতর আহত ঠিকাদার নাজমুল হাসান (৩২) খুলনা জেলা সদরে টুথপাড়া গ্রামের বাসিন্দা। তিনি পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধ নির্মাণকাজে নিয়োজিত আছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে নিজ ঠিকাদারি কর্মস্থল থেকে মোটরসাইকেলযোগে বাড়িতে ফেরার সময় পথিমধ্যে দুর্বৃত্তরা ব্যারিকেট দিয়ে নাজমুল হাসানের গতিরোধ করে। এ সময় তার কাছে চাঁদা দাবি করা হয়। তিনি তাতে অস্বীকার করায় মুখোশধারী দুর্বৃত্তরা কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা ঠিকাদারকে দ্রুত উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
শ্যামনগর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, দুর্বৃত্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
শিরোনাম:
- পাইকগাছায় কমিটি গঠন দ্বন্দ্বে সংঘর্ষ,থানায় মামলা
- যশোরে দুই নারীকে কুপিয়ে ও পিটিয়ে জখম
- বাঘারপাড়ায় মাদক সেবনের দায়ে ৩ যুবকের কারাদণ্ড
- সাতক্ষীরায় পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় তিনজন গ্রেপ্তার
- ‘যশোর স্পেশাল’ ট্রেন ভরে ঢাকায় গেছেন হাজার হাজার নেতাকর্মী
- আনন্দ-উচ্ছ্বাস, প্রার্থনা মিলনমেলার আবহ যশোরে চার্চে, খ্রিষ্টান পল্লীতে
- যশোরে তিনটিতে প্রার্থী বদল বিএনপির, ৯ বঞ্চিতও নিলেন মনোনয়নপত্র ‘বিদ্রোহীর’ শঙ্কা!
- এক ম্যাচ বাকি থাকতেই নারী বিভাগে চ্যাম্পিয়ন মোহসেনা
