কেশবপুর প্রতিনিধি
উপজেলার মঙ্গলকোট ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাস ক্ষমতার প্রভাব খাটিয়ে অবৈধভাবে সরকারি খাল দখল করে মাছ চাষের ঘেরটি দখলমুক্ত করেছেন উপজেলা প্রশাসন।
গতকাল (মঙ্গলবার) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: তানভীর হোসেন ওই অবৈধ মাছের ঘেরটি দখলমুক্ত করেন।জানা গেছে,উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাস ক্ষমতার প্রভাব খাটিয়ে পাথরা-চুয়াডাঙ্গা আড়োর বিলের সরকারি খাল অবৈধভাবে দখল করে মাছের ঘের করে আসছিলেন। সংবাদের ভিত্তিতে গতকাল দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হোসেন ঘটনার সত্যতা পেয়ে অবৈধ মাছের ঘেরটি দখলমুক্ত করেন। এ সময় অবৈধ মাছের ঘেরটি দখলমুক্ত করতে থানা পুলিশ সহযোগিতা করেন।এবিষয়ে মঙ্গলকোট ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাসের বক্তব্য নেওয়ার জন্য ফোন দেওয়া হলেও তার ফোন বন্ধ থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হোসেন বলেন, মঙ্গলকোট ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাস কর্তৃক সরকারি খাল দখল করে মাছ চাষ করা ঘেরটি দখলমুক্ত করা হয়েছে।
শিরোনাম:
- যশোরে প্রশাসনের ‘নাকের ডগায়’ সকাল-সন্ধ্যা চলছে কোচিং সেন্টার
- ‘আল্লাহ এবার ফলনও দিলো, নিয়েও নিলো’ ‘সার ও সেচের দাম কিরাম করে দিবানে’
- প্রথম পর্বের শেষ ম্যাচে এক নম্বর ওয়ার্ড জয়ী
- পথচারীদের মাঝে ঠান্ডা শরবত ও স্যালাইনযুক্ত পানি বিতরণ
- মণিরামপুরে স্বরুপজান হত্যা : সৎ ছেলে জিসানের আদালতে জবানবন্দি
- যশোরে আন্তর্জাতিক নৃত্য দিবস পালিত
- যশোরে চলন্ত বাসের যাত্রীকে অজ্ঞান করে লুট
- যশোর শহরে ১২ ঘন্টায় জামায়াতের সহযোগী সদস্য হলেন ৬৩৭ জন