কেশবপুর প্রতিনিধি
উপজেলার মঙ্গলকোট ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাস ক্ষমতার প্রভাব খাটিয়ে অবৈধভাবে সরকারি খাল দখল করে মাছ চাষের ঘেরটি দখলমুক্ত করেছেন উপজেলা প্রশাসন।
গতকাল (মঙ্গলবার) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: তানভীর হোসেন ওই অবৈধ মাছের ঘেরটি দখলমুক্ত করেন।জানা গেছে,উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাস ক্ষমতার প্রভাব খাটিয়ে পাথরা-চুয়াডাঙ্গা আড়োর বিলের সরকারি খাল অবৈধভাবে দখল করে মাছের ঘের করে আসছিলেন। সংবাদের ভিত্তিতে গতকাল দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হোসেন ঘটনার সত্যতা পেয়ে অবৈধ মাছের ঘেরটি দখলমুক্ত করেন। এ সময় অবৈধ মাছের ঘেরটি দখলমুক্ত করতে থানা পুলিশ সহযোগিতা করেন।এবিষয়ে মঙ্গলকোট ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাসের বক্তব্য নেওয়ার জন্য ফোন দেওয়া হলেও তার ফোন বন্ধ থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হোসেন বলেন, মঙ্গলকোট ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাস কর্তৃক সরকারি খাল দখল করে মাছ চাষ করা ঘেরটি দখলমুক্ত করা হয়েছে।
শিরোনাম:
- মানসিক সুস্থতা এবং আসক্তি প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম
- চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলা জমেছে উৎসবের জনপদ কপোতাক্ষ পাড়ের হাজরাখানা গ্রাম
- নারী বিভাগে চ্যাম্পিয়ন রিপন অটোস স্পোর্টস একাডেমি
- যশোর নগর বিএনপির ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা পেলেন ৮৬৪ রোগী
- সুন্দরবনে গোসলে নেমে পর্যটক নিখোঁজ
- নাগরিক শোকসভায় বক্তারা : সাংবাদিকতার পাঠশালা ছিলেন রুকুনউদ্দৌলাহ্
- বিধবার ঘরের দরজা আটকে মাদক সেবন মণিরামপুরে বিএনপি নেতার পদ স্থগিত
- নেতাকর্মীদের পদচারনায় মুখরিত যশোর বিএনপির কার্যালয়