বাংলার ভোর প্রতিবেদক
যশোরে বাড়ি নির্মাণে ১০ লাখ টাকা চাঁদা দিতে অস্বীকার করার অভিযোগে মালিককে মারপিট ও টাকা ছিনিয়ে নেয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। আজ (মনিবার) শহরতলীর খোলাডাঙ্গা গ্রামের শেখ মোহাম্মদ মনিরুজ্জামান রিপন বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাতনামা আরো ২/৩ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় এই মামলাটি করেছেন।
আসামিরা হলেন, খেলাডাঙ্গা গ্রামের স-মিলের পিছনে ডাক্তার সুমন, খোলাডাঙ্গা মফিজপাড়ার নাফিস রিমন ও ধর্মতলা বৌ-বাজার এলাকার আব্দুল্লাহ আল মামুন।
বাদী মনিরুজ্জামান রিপন মামলায় জানিয়েছেন, তার চাচাতো ভাই তুষার শেখ খোলাডাঙ্গা জনতা স-মিলের পিছনে সাড়ে ৭ শতক জমি কিনে ৬ তলা ফাউন্ডেশনের বাড়ি নির্মাণের প্রস্তুতি নিচ্ছিলেন। গত ১১ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে আসামিরা বাদীর নির্মাণাধীন ভবনের কাছে আসে। এ সময় তাদের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদার টাকা দিতে অস্বীকার করায় পিস্তল দিয়ে গুলি করার জন্য উদ্যত হয়। এরপর তাদেরকে ছুরিকাঘাত করে। ঠেকাতে গেলে তার (বাদীর) চাচাতো ভাই তুষারকেও মারপিটসহ ছুরিকাঘাত করে। এসময় তাদের কাছ থেকে তিন লাখ ৭৪ হাজার টাকা ছিনিয়ে নেয়। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হত্যার হুমকি দিয়ে চলে যায় হামলাকারীরা। এরপরে তাদের দুই ভাইকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা করা হয়। এই ঘটনায় গতকাল ১৭ ফেব্রুয়ারি থানায় মামলা করা হয়েছে। তবে কাউকে আটক করতে পারেনি পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা পুরাতন কসবা ফাঁড়ি পুলিশের এসআই হেলাল উজ্জামান বলেছেন, আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
শিরোনাম:
- যশোর জেনারেল হাসপাতালে দুদকের অভিযান
- যশোরে বেড়েছে খুন-ধর্ষণ, আইনশৃংখলা উদ্বেগজনক
- যশোরে দ্বন্দ্ব সংবেদনশীলতা ও রূপান্তর বিষয়ক কর্মশালা শুরু
- জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ নড়াইলকে দুই গোল যশোরের
- এবার যশোরে ৭০৫টি শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি
- সুন্দরবনের সাগরে নিখোঁজ মাহিদের মরদেহ উদ্ধার
- শ্যামনগর ইউএনও’র বদলি আদেশ প্রত্যাহার দাবিতে মানববন্ধন
- মানসিক সুস্থতা এবং আসক্তি প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম