বাংলার ভোর প্রতিবেদক
জনপ্রতিনিধির কার্যালয় ও বাড়িতে পুলিশ তল্লাশি চালাচ্ছে এমন অভিযোগে বৃহস্পতিবার বিকেলে যশোর পৌরসভা মিলনায়তনে যে সংবাদ সম্মেলন হয়েছে সেখানে ভুল তথ্য দেয়া হয়েছে বলে দাবি করেছেন পৌরসভার পাঁচ নং ওয়ার্ড কাউন্সিলর রাজিবুল আলম।
তিনি বলেন, বৃহস্পতিবার বিকেলে পৌরসভায় সংবাদ সম্মেলনে বলা হয়েছে পুলিশ তার কার্যালয়ে অভিযান চালিয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তার কার্যালয়ে কোনো পুলিশ যায়নি। এছাড়া তাকে কোনো প্রকার হয়রানিও করা হয়নি।
তিনি আরও বলেন, সংবাদ সম্মেলনে তিনি উপস্থিত থাকলেও লিখিত বক্তব্যে কী লেখা ছিল সেটা তিনি অবগত ছিলেন না। লিখিত বক্তব্য পাঠ করার পর তিনি বিষয়টি নিয়ে প্রতিবাদ করেন এবং তাৎক্ষণিকভাবে উপস্থিত সাংবাদিকদেরও অবগত করেন।
তিনি দাবি করেন, তার রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করতে ও এলাকায় সুনাম ক্ষুন্ন করতে এ ধরনের ভুল তথ্য প্রচার করেছে। আমি জনদুর্ভোগমূলক কোনো কর্মসূচিকেও সমর্থন করি না।
শিরোনাম:
- বিশ্ব নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ
- ঝিকরগাছায় যুবদল কর্মী খুন : ছাত্রদল নেতাসহ দুই আসামি গ্রেফতার
- সাত দশকের পুরানো শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশ পথ চালু রাখার দাবিতে মানববন্ধন
- মণিরামপুরে একই স্কুলের শতাধিক শিক্ষার্থী ‘আকস্মিক চুলকানিতে’ আক্রান্ত!
- প্রধান শিক্ষককে মারপিট : প্রতিবাদে শিক্ষকদের মানববন্ধন
- যে গ্রামে থাকে না কোন জনমানব!
- ১২ নভেম্বরকে রাষ্ট্রীয়ভাবে উপকূল দিবস ঘোষণার দাবিতে মানববন্ধন
- মাগুরায় কাত্যয়ানী মেলায় ছাত্রদলের ৩ কর্মীকে কুপিয়ে জখম