বাংলার ভোর প্রতিবেদক
দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, ভারত ও মিয়ানমার সীমান্তে বাংলাদেশিদের হত্যার প্রতিবাদে গণসংযোগ ও প্রচারপত্র বিলি কার্যক্রমের কেন্দ্রীয় কর্মসূচির অংশ সদর উপজেলা বিএনপির আয়োজনে আজ (রোববার) শহরের পুলেরহাট বাজারে গণসংযোগ ও প্রচারপত্র বিলি করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন দলের খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।
এ সময় অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ক্ষমতাসীনরা জনগণের কষ্টার্জিত অর্থ লুটপাট করে আয়েশি জীবন-যাপন করছে। আর জনগণ ক্ষুধার যন্ত্রণায় কাতর। দেশের অরক্ষিত সীমান্তে একের পর এক নিরীহ মানুষ খুনের শিকার হচ্ছে। সেখানে সরকার কোন প্রতিবাদ করতে পারছে না। আর অন্য দিকে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জনগণের ন্যায়সঙ্গত আন্দোলনকে দমিয়ে রাখার অপচেষ্টা চালাচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠু, বিএনপি নেতা অধ্যাপক আব্দার হোসেন খান, অধ্যাপক আসাদুজ্জামান শাহীন, ইদ্রিস আলী, আবরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম রাজু, চাঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক ফজুলল আলম, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সমির, দেয়াড়া ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পদাক শরিফুল ইসলাম সাগর, সদর উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক তানভীর রায়হান তুহিন, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন লিটন, সদস্য সচিব পিকুল হোসেন প্রমুখ।
শিরোনাম:
- নেতাকর্মীদের পদচারনায় মুখরিত যশোর বিএনপির কার্যালয়
- ঝিকরগাছায় স্বেচ্ছাসেবক দলের কর্মীসভায় নেতাদের ঐক্যের ডাক
- তালার ধানদিয়া ইউনিয়ন সম্মেলন হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে হবে : হাবিব
- শার্শায় বিদ্যুৎস্পষ্টে শিক্ষার্থীর মৃত্যু
- শার্শা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় আটক ৪
- সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত রাঙ্গা বাহিনীর ২ সহযোগী আটক : উদ্ধার জিম্মি ৯ জেলে
- ডাকসুর মতোই সুষ্ঠু হবে জাতীয় নির্বাচন : শফিকুল আলম
- পূজোয় বড় চমক নিয়ে আসছেন মনামী