বাংলার ভোর প্রতিবেদক
২০১৮ সালের ২৩ ফেব্রুয়ারি কিছু উদ্যমী ও তারুণ্যদের নিয়ে যাত্রা শুরু করে যশোর ইয়াহামা রাইডার্স ক্লাব। বাইকিং নির্ভর এই গ্রুপের কার্যক্রম শুরু থেকেই ছিলো চোখে পরার মত। সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে বিভিন্ন সময়ে ব্যতিক্রমী মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে যশোর ইয়ামাহা রাইডার্স ক্লাব।
প্রতিষ্ঠার ৬ বছর উপলক্ষে এবারও এক ব্যতিক্রমধর্মী আয়োজন করে যশোর ইয়ামাহা রাইডার্স ক্লাব।
আজ বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ইয়ামাহা রাইডার্স ক্লাব যশোরের ষষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে ২০ জন দুস্থ অসহায় মানুষের মাঝে ৬ টাকার বিনিময়ে ১ দিনের বাজার সামগ্রী বিতরণ করেন।
ইয়ামাহা রাইডার্স ক্লাবের এই ব্যতিক্রমধর্মী উদ্যোগ সম্পর্কে ইয়ামাহা রাইডার্স ক্লাব যশোরের এডমিন ইয়ামন পিয়াল জানান, ইয়ামাহা রাইডার্স ক্লাব শুরু থেকেই বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় তাদের এই উদ্যোগ।
তাদের এই ধরনের কাজে সর্বদা সহযোগিতা করার জন্য তিনি এসিআই মটরস এর এক্সিকিউটিভ ডিরেক্টর সুব্রত রঞ্জন দাস, আর এস এম সাউথ জোনের তানভীর সজীব, টেরিটোরি অফিসার জহিরুল ইসলাম সুজন, এস আর অরিয়ান মোটরস এর ডিলার রিফাত, ইয়ামাহা রাইডার্স ক্লাব যশোরের মডারেটর শরীফসহ ইয়ামাহা রাইডার্স ক্লাব যশোরের সকল মেম্বারকে ধন্যবাদ জানান।