বাংলার ভোর প্রতিবেদক
যশোর সদর উপজেলায় মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে হেফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ (শিনিবার) দিনভর সদরের নুরপুর উত্তরপাড়া মাহমুদুল ইসলাম নূরানী বহুমূখী মাদ্রাসার আয়োজনে ২৯ মাদ্রাসার ৩শত শিক্ষার্থী এতে অংশগ্রহণ করে। এতে হৈবতপুর, কাশিমপুর, চুড়ামনকাটি, দেয়াড়া ও ফুলসারা ইউনিয়নের শিক্ষার্থীরা অংশ নেয়।
জানা গেছে, ৫, ১০, ২০, ৩০ পারা কোরআন মুখস্থ ও খতমী শিক্ষার্থীদের মাঝে ৫ ধাপে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। ৫ পারা গ্রুপের ১ম হয়েছেন খোজারহাট মাদ্রাসার বোরহান বীন রাশেদ, ১০ পারা গ্রুপের ১ম হয়েছেন ঝাউদিয়া মাদ্রাসার আফনান, ২০ পারা গ্রুপের ১ম হয়েছেন রসুলপুর মাদ্রাসার আব্দুর রহমান, ৩০ পারা গ্রুপের ১ম হয়েছেন বাদামতলা মাদ্রাসা ফাহিম বীন আবু হানিফ।
এদিকে খতমী গ্রুপের ১ম হয়েছেন আরিচপুর মাদ্রাসা আবু হুরায়রা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দড়াটানা মাদ্রাসা ও যশোর জেলা ফতোয়া বোর্ডের সভাপতি হযরত মাওলানা মুফতী মুজিবুর রহমান মুহতামিম। প্রধান মেহমান ছিলেন যশোর রেল স্টেশন মাদ্রাসা ও জেলা ইমমা পরিষদের সভাপতি হযরত মাওলানা আনোয়ারুল করিম মুহতামিম।
এতে প্রধান অতিথি ছিলেন রেল স্টেশন মাদ্রাসার সিনিয়র মহাদ্দিস হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান রহমানী। বিশেষ অতিথি ছিলেন ঝাউদিয়া মাদ্রাসার হাফেজ শহিদুল্লাহ মহতামিম, মাহমুদুল ইসলাম নূরানী বহুমূখী মাদ্রাসার হাফেজ ছমির উদ্দীন নায়েবে মহতামিম, কাশিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মশিউর রহমান সাগর।