বাংলার ভোর প্রতিবেদক
যশোরে চাঞ্চল্যকর সোলাইমান হত্যা মামলার দুই আসামি আদালতে আত্মসমর্পণ করেছেন। তারা হলেন, শহরের টিবি ক্লিনিক মোড়ের সুজন ও সিরাজুল। মঙ্গলবার তারা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ২৬ জানুয়ারি সন্ধ্যার পরে শহরের বেজপাড়া টিবি ক্লিনিক মোড়ে জসিম ও আরাফাত নামের দুজনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জসিম নামের যুবককে জখম করে আরাফাত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় ট্রাভেলস প্রতিষ্ঠানের কর্মী সোলাইমান এগিয়ে গিয়ে জসিমের পক্ষ নিয়ে আরাফাতের সঙ্গে কথাকাটাকাটিতে লিপ্ত হন। একপর্যায়ে সোলাইমানকেও ছুরি মেরে জখম করা হয়।
পরে স্থানীয় লোকজন এ দুজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক সোলায়মানকে মৃত ঘোষণা করেন। এঘটনায় সোলাইমানের স্ত্রী আসমা খাতুন পাঁচ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন।
আত্মসমর্পণকারী দুই আসামি ছাড়াও এ মামলার অন্য আসামিরা হলেন, টিবি ক্লিনিক মোড়ের জনি, চাঁচড়া চেকপোস্ট এলাকার আরাফাত, শংকরপুর মেডিকেল কলেজের সামনের মেহেদী।