খাজুরা সংবাদদাতা
যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়নের শুড়া গ্রাম। প্রায় ২০০ হিন্দু পরিবারের পূজা-অর্চনা করার জন্য রয়েছে একটি রাধাগোবিন্দ মন্দির। সেখানে যাওয়া-আসার নেই কোনো নির্দিষ্ট রাস্তা। রয়েছে জমির আলের মতো আর ঝোপঝাড়ে ঘেরা সরু পথ। সারাবছরই পথটি নরম কাদামাটির কারণে চলাচলের অযোগ্য থাকে। এতে মন্দিরের ভক্ত ও দর্শনার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
দীর্ঘদিনের ভোগান্তির অবসান করতে গতকাল যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের পক্ষ থেকে মন্দির যাতায়াতের রাস্তাটি নির্মাণ কাজ শুরু হয়েছে।
মন্দির কমিটির সভাপতি রাজেশ^র বিশ্বাস বলেন, মন্দির প্রতিষ্ঠার প্রায় এক যুগেও নির্দিষ্ট কোনো রাস্তা ছিলোনা। স্থানীয় জনপ্রতিনিধিরা শুধু আশ্বাসই দিয়ে গেছেন।
রাস্তার কাজ উদ্বোধনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইছালী ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, যুবলীগের আহবায়ক ও ইউপি সদস্য সাহাবার হোসেন সিহাব, শুড়া সর্বজনীন রাধাগোবিন্দ মন্দির কমিটির সাধারণ সম্পাদক নিহার সরকার, আওয়ামী লীগ নেতা মহিতোষ হালদার, অমারেশ কুন্ডু, নিতিশ হালদার।