রাজগঞ্জ প্রতিনিধি
মণিরামপুর উপজেলা চলুয়াহাটি ইউনিয়নের ত্রিপুরাপুর গ্রামে মালয়েশিয়া প্রবাসী ওজিয়ার রহমানের বাড়ির গোয়াল ঘরে মশা তাড়ানোর কয়েল থেকে আগুন লেগে পুড়ে মারা গেছে গরু-ছাগল-হাঁস-মুরগি। সেই সাথে ভস্মিভূত হয়েছে গোয়ালে থাকা অন্যান্য মালামাল।
জানা গেছে, প্রবাসী ওজিয়ারের বাড়ির গোয়ালে বুধবার গভীর রাতে গরুর মশা তাড়ানোর কয়েল থেকে আগুন লাগে। ওজিয়ারের স্ত্রী গভীর রাতে ঘুম থেকে জেগে দেখেন গোয়ালে আগুন লেগেছে। এসময় তার চিৎকারে প্রতিবেশিরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে নেন। আগুনে গোয়ালের একটি গরু, চারটি ছাগল, ১২ টি কবুতর, ১৩ টি হাঁস ও মুরগি গোয়াল ঘরে থাকা বিভিন্ন মালামাল ও জিনিস পত্র অগ্নিদগ্ধ হয়ে, গোয়ালঘর পুড়ে ছাই হয়ে গিয়েছে। এতে করে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।
প্রবাসী ওজিয়ারের স্ত্রী বলেন, মশার উপদ্রব থেকে গরুকে রক্ষা করার জন্য প্রতিদিন গোয়ালঘরে আগুনের ধোঁয়া দেয়া হয়। ধারনা করছি সেই ধোঁয়া থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তিনি আরো বলেন, রাত ৩টার দিকে পশুদের চিৎকারে আমার ঘুম ভেঙে যায়।
চালুয়াহাটি ইউনিয়ন চেয়ারম্যান আ. হামিদ সরদার আগুনে গরেু-চাগল পশু পাখির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ৫নং ওয়ার্ডের মেম্বার মোজাম বলেন, মশা তাড়ানোর জন্য দেয়া ধোঁয়ার আগুন থেকেই এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। মনিরামপুর ফায়ার সার্ভিসের এক কর্মী বলেন, আমরা আগুন লাগার ঘটনা মুটো ফোনে জানতে পেরে ঘটনা স্থলে পৌঁছার আগেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলেন। তারপরও ঘটনাস্থল পরিদর্শন করি। আগুনে একটি গরু, চারটি ছাগল, হাঁস-মুরগি কবুতর পুড়ে মারা গেছে। এতে প্রায় ২ থেকে ৩লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর বাণী ইসরাইল বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।