বাংলার ভোর প্রতিবেদক
যশোরের মণিরামপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নিদগ্ধ অমিত বিশ্বাসের পাশে দাঁড়িয়েছেন যশোর-৫ আসনের সংসদ সদস্য এসএম ইয়াকুব আলী। বৃহস্পতিবার তিনি শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দেখতে যান। এ সময় তার শারীরিক খোঁজ খবর নেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন এমপি এসএম ইয়াকুব আলী। অগ্নিদগ্ধ অমিত বিশ্বাস উপজেলার মোবারকপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, উপজেলার ঝাঁপা ইউনিয়নের বঙ্গবন্ধু ভাসমান সেতুর পাশের একটি চায়ের দোকানে ১০ ফেব্রুয়ারি ভোরে অগ্নিকাণ্ড ঘটে। অগ্নিকাণ্ডের সময় দোকানে ঘুমিয়ে ছিলেন অমিত বিশ্বাসের পিতা কালীপদ বিশ্বাস। এসময় তাকে বাঁচাতে গিয়ে অমিত অগ্নিদগ্ধ হয়।
এমপি এস এম ইয়াকুব আলী জানান, আমার কাছে আমার নির্বাচনী এলাকার মানুষ সবার ঊর্ধ্বে। আমি তাদের সুখ-দুঃখে নিজেকে উজাড় করে দিতে চাই। শুধু তাই নয় বিগত দিনের ন্যায় আগামীতেও আমি মণিরামপুরবাসীর উন্নয়ন আর কল্যাণে কাজ করে যাব।