বাংলার ভোর প্রতিবেদক
যশোর সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা মিলির বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। বুধবার রাত ১২টার দিকে শহরের পুরাতন কসবা কাজীপাড়া আবু তালেব সড়কস্থ তার বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এই ঘটনায় বাসার তিনটি জানালার বাইরের অংশের গ্লাস ভেঙ্গে যায়। তবে কোন হতহাতের ঘটনা ঘটেনি।
জ্যোৎস্না আরা মিলি অভিযোগ করে বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে জোর কদমে প্রচার প্রচারণা করে যাচ্ছি। এদিন ফতেপুর ইউনিয়ন থেকে প্রচার প্রচারণা চালিয়ে বাসায় আসি। ফ্রেশ হয়ে পরিবারে সদস্যদের নিয়ে গল্প করছিলাম। এসময় বাহিরে বিকট শব্দ হয়। যেহেতু আমাদের বাসা পুরানো; ভাবছি ছাদ ভেঙ্গে গেছে ভেবে দৌঁড়িয়ে যায়। বাহিরে আসতে আসতে কয়েকজনকে পালিয়ে যেতে দেখেছি। এক মোটরসাইকেলে তিনজন এসে এ হামলা চালানো হয়েছে বলে জানান তিনি। এই ঘটনায় কোন হতাহতের ঘটনা না ঘটলেও তিনটি জানালার বাইরের অংশের গ্লাস ভেঙ্গে গেছে। তিনি আরো বলেন, সামনে নির্বাচন। এটা পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। আমি প্রশাসনের কাছে সুষ্ঠ তদন্তের দাবি জানাচ্ছি।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, ‘ভুক্তভোগী এখনো লিখিত অভিযোগ করেননি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। একই সাথে সিসি টিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে।