বাংলার ভোর প্রতিবেদক
যশোর পুলিশের আলাদা কয়েকটি অভিযানে ৭৬পিস ইয়াবা ও ২শ’ গ্রাম গাঁজা উদ্ধার ও ৫ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন, যশোর সদর উপজেলার হাটবিলা (আফিল ব্রিকস) ইব্রাহিম মেম্বরের বাড়ির পাশের্^ মিলন গাজী, একই উপজেলার মুড়লী খাঁ পাড়ার রনি, ইমন হোসেন, মুড়লী মাঠপাড়ার হোসেন ও সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া কলোনী মোড়ের লাবিব হাসান। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আলাদা মাদক আইনে মামলা হয়েছে। তাদেরকে গতকাল দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
কোতয়ালি থানার পুলিশ গত বৃহস্পতিবার রাতে সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া গ্রাম থেকে মাদকদ্রব্য ইয়াবা বেচাকেনার অভিযোগে লাবিব হাসানকে আটক করে। পরে তার কাছ থেকে ১১ পিস ইয়াবা উদ্ধার করে। সদর পুলিশ জানিয়েছে গত বৃহস্পতিবার সন্ধ্যায় শহরতলীর মুড়লী স্কুল গেটের সামনে থেকে সাগর হোসেনকে ১৫পিস ইয়াবাসহ গ্রেফতার করে।
যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ জানিয়েছে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ডিবি’র সদস্যরা গোপন সূত্রে খবর পেয়ে শহরের বকচার এলাকা থেকে রনি ও ইমন হোসেনকে ৫০পিস ইয়াবাসহ গ্রেফাতার করে। এছাড়া, বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা গত বৃহস্পতিবার পদ্মবিলা গ্রাম থেকে গাঁজা বিক্রির সময় মিলন গাজী নামে এক গাঁজা বিক্রেতাকে গ্রেফতার করে। পরে তার কাছ থেকে থাকা ২শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে।