কেশবপুর প্রতিনিধি
কেশবপুর জাতীয় বীমা দিবস-২০২৪ উদযাপন করা হয়েছে। ‘করবো বীমা গড়বো দেশ’ স্মার্ট হবে বাংলাদেশ, এই প্রতিপাদ্য সামনে রেখে জাতীয় বীমা দিবস উপলক্ষে আজ (শুক্রবার) বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তুহিন হোসেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা মৎস্য অফিসার সজীব সাহা, উপজেলা পল্লী উন্নয়নও সমবায় অফিসার সুজন, উপজেলা যুব উন্নয়ন অফিসার পুলক কুমার।
এ সময় ইউএনও বলেন, দেশের উন্নয়নমূলক কাজের জন্য বীমা সহায়ক ভূমিকা পালন করতে পারে। বীমা গরীব অসহায় পরিবারকে স্বাবলম্বী হতে সহযোগিতা করবে। অনুষ্ঠানে উপজেলার সকল বীমার পরিচালক, মাঠ কর্মী ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।