মোস্তাফিজুর রহমান মিন্টু, কেশবপুর
আগামী ৪ মে কেশবপুর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান পদপ্রার্থীর মতবিনিময় সভা কেশবপুর নিউজ ক্লাবের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কেশবপুর উপজেলার ছাত্রলীগ ও যুবলীগের সাবেক আহব্বায়ক প্রভাষক কাজী মুজাহীদুল ইসলাম (পান্না) শনিবার বেলা ১২ টায় কেশবপুর নিউজ ক্লাবের হল রুমে সভাপতি, সম্পাদকসহ সকল সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
মতবিনিময় সভায় কেশবপুর উপজেলার বিভিন্ন উন্নয়ন মূলক কাজের অঙ্গীকার ব্যক্ত করে বক্তব্য প্রদান করেন। তিনি কেশবপুরে মাদক, সন্ত্রাসী, চাঁদাবাজিসহ সকল অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আপোষহীনভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন। তিনি আরও বলেন সাংবাদিকরা হলো সমাজের দর্পণ আমি নির্বাচিত হলে কেশবপুরে সাংবাদিকদের স্বাধীনতা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সকল প্রকার সহযোগিতা করবো। সর্বোপরি সকলের কাছে দোয়া প্রার্থনা করে বক্তব্য শেষ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা গাজীউর রহমান, জাকির হোসেন, রফিকুল ইসলাম, আতিয়ার রহমান খাঁন, মির মোশাররফ হোসেন, মোজাম সরদার, বুদ্ধদেব সরকার, উজ্জ্বল হরি প্রমুখ।