বাংলার ভোর প্রতিবেদক
যশোরের বাঘারপাড়ায় ক্যারাম খেলা নিয়ে বিতর্কের জেরে রিয়াজুল ইসলাম (৩৫) নামে এক যুবককে ছুরিকাঘাত করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে বাঘারপাড়া কৃষ্ণনগর পশ্চিমপাড়া বিল্লালের চায়ের দোকানে। তিনি ওই এলাকার বাসিন্দা।
আহত রিয়াজুল বলেন, ক্যারাম খেলা নিয়ে বিতর্কের জেরে একই এলাকার সুমন মন্ডলের সার্থে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে সে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আত্মীয়-স্বজনরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল নিয়ে আসে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, তার পেটে ডিপ ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। অবস্থা আশঙ্কাজনক হাওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।