কালীগঞ্জ প্রতিনিধি
ঝিনাইদহে কালীগঞ্জ কৃষি ব্যাংক অফিস ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ (রোববার) বিকেল সাড়ে চারটার দিকে শহরের ভূষণ স্কুল সড়কে মনোরঞ্জন সাহার ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এ সময় আগুনে সোমা ব্যানার্জি (৩৫) নামে এক স্কুল শিক্ষিকা গুরুতর আহত হয়েছেন। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণ ও আহত শিক্ষিকাকে উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে পাঠায়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় যশোর সদর হাসপাতালে রেফার করা হয়। আগুনে কৃষি ব্যাংকেকর কোন ক্ষতি হয়নি।
প্রত্যক্ষদর্শী ও ভবনের ৪র্থ তলার ভাড়াটিয়া সুব্রত ব্যানার্জি জানান, বিকেলে ভবনটির নিচতলায় সিঁড়ি রুমে জেনারেটর শর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত ঘটে। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করেন। এ সময় তড়িঘড়ি করে চারতলা থেকে নিচে নামতে গিয়ে কালীগঞ্জ গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সোমা ব্যানার্জির মুখমণ্ডল ও হাত পা পুড়ে যায়।
কালিগঞ্জ ফায়ার সার্ভিস অফিসের কর্মকর্তা শেখ মামুনুর রশিদ আগুন লাগার ও আহত হওয়ার বিষযটি নিশ্চিত করেছেন।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার সম্পা মোদক জানান, আগুনে পুড়ে আহত শিক্ষিকার হাত পা ও মুখ মন্ডল পুড়ে গেছে। তাকে আশংকাজনক অবস্থায় যশোরে ও পরে খুলনাতে রেফার করা হয়েছে।