শ্যামনগর প্রতিনিধি
সাতক্ষীরা জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের আয়োজনে ও লিডার্সের সহযোগিতায় শ্যামনগর উপজেলার উপকূলীয় এলাকায় জলবায়ু পরিবর্তনে সৃষ্ট বিভিন্ন সংকটে ক্ষতিগ্রস্থ জনগণের জীবন-জীবিকা উন্নয়নের লক্ষ্যে শ্যামনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার উপকূলীয় এলাকা পরিদর্শন শেষে বিকেল ৪ টায় শ্যামনগর প্রেসক্লাবে কর্তব্যরত সাংবাদিকদের উপস্থিতিতে সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের সদস্য সচিব মাধব চন্দ্র দত্ত। লিখিত বক্তব্য পাঠ করেন জেলা সদস্য নিত্যানন্দ সরকার। আরও বক্তব্য রাখেন সদস্য ইদ্রিস আলী, জেলা নাগরিক কমিটির আহবায়ক শেখ আজাদ হোসেন বেল্লাল, জেলা নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব ও ফোরামের সদস্য আলী নুর খান বাবলু, ফোরামের সদস্য শেখ মো. ওবায়দুস সুলতান বাবলু প্রমুখ।
বক্তাগণ বলেন, সুপেয় পানির তীব্র সংকটে ভুগছে উপকূলের মানুষ। নদীভাঙন জনিত বন্যা, চিংড়িচাষ, ভূগর্ভস্থ পানির লবণাক্ততার কারণে গত কয়েক বছর সুন্দরবন এলাকায় সুপেয় পানি সংকট বেড়েছে। সুন্দরবন উপকূলে ৭৩% সুপেয় পানি থেকে বঞ্চিত হওয়ায় খারাপ পানি খেতে বাধ্য হয়।