বাংলার ভোর প্রতিবেদক
সদর উপজেলার ছোট শেখহাটি মুন্সি বাঁশতলা এলাকায় রিকশা চালক কাম কসাই দিপু হোসেন (২৪) হত্যা মামলার প্রধান আসামি রাব্বি গতকাল আদালতে আত্মসর্মপণ করেছেন। একজন আইনজীবীর মাধ্যমে রাব্বি জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে বিজ্ঞ বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রাব্বি যশোর সদর উপজেলার ৪নং নওয়াপাড়া ইউনিয়নের ছোট শেখহাটি গ্রামের বাসিন্দা।
২০ জানুয়ারি গভীর রাত ১ টার পর ওই স্থানে আসামি রাব্বি, আব্দুল আলীম, আসাদুল, হৃদয় তাজুসহ অজ্ঞাতনামা ৩/৪ জন পূর্বের শত্রুতার কারনে দিপু হোসেনকে নৃশংসভাবে হত্যা করে। গরুর মাংস কাটার ১ হাজার টাকা চাওয়াকে কেন্দ্র করে রাব্বিসহ তার সহযোগীরা রিকশা চালক কাম কসাই দিপুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় ২০ জানুয়ারি রাতে নিহতের পিতা রফিকুল ইসলাম ওরফে মনু ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩/৪ জনের বিরুদ্ধে মামলা করেন।