বাংলার ভোর প্রতিবেদক
যশোর শহরের হুদা মেমোরিয়াল স্কুলে ৯ম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় উত্তাল মার্চে ‘যেমন খুশি তেমন সাজো’ প্রতিযোগিতায় অংশ নিয়ে বীর মুক্তিযোদ্ধা শিশুটিকে ঘিরে কৌতুহল ছিল প্রতিযোগিতা দেখতে আসা সকলের।
প্রতিযোগিতায় অংশ নেয় স্কুলের প্রায় ২০/২৫ জন শিক্ষার্থী। গতকাল বিকেলে স্কুল-মাঠে উঠে আসে স্থানীয় ও জাতীয় বিষয় তথা গোটা ‘বাংলাদেশ’। এতো শুধু নিছক বিনোদন প্রদান বা পুরষ্কার জেতা নয়, শিশু-কচিকাঁচাদের বিভিন্ন চরিত্রে সেজে ওঠার মাধ্যমে ভবিষ্যতে প্রধানমন্ত্রী, রাজনৈতিক ব্যক্তি, ডাক্তার, উকিল, ইঞ্জিনিয়ার, শিক্ষক, প্রফেসর, সাংবাদিক, ইসলামিক স্কলার, সমাজের একজন প্রতিষ্ঠিত ব্যক্তি হওয়ার স্বপ্ন দেখার সূচনা।
‘ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, চল সবাই মাঠে চল, বিদ্যালয়ে আসবে যারা সুখী জীবন গড়বে তারা, মাদককে না বলি এসো সুন্দর সুখের জীবন গড়ি’ এ প্রতিপাদ্যে বেলুন ও পায়রা উড়িয়ে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) বেলাল হোসাইন। বিশেষ অতিথি ছিলেন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব ও হুদা মেমোরিয়াল স্কুলের সভাপতি আজিজুল হুদা, স্কুলেন প্রধান উপদেষ্টা ও সাবেক কাউন্সিলর গোলাম মোস্তফা, জয়নব সাত্তার একাডেমির শিক্ষিকা ডা. আসমা খাতুন, রামকৃষ্ণ আশ্রম প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকা সালমা আক্তার, সামাজিক ব্যক্তিত্ব আমিনুল ইসলাম শাহিন, আলিম গাজী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষকা ফরিদা ইয়াসমিন পান্না। সমগ্র অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন স্কুলের পরিচালক মেরাজ আলম অভ্র।