মনিরামপুর সংবাদদাতা
গতকাল বিকেলে মণিরামপুর উপজেলার কুয়াদা স্কুল এন্ড কলেজ আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বার্ষিক ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন যশোর-৫ (মনিরামপুর) আসনের সংসদ সদস্য এসএম ইয়াকুব আলী।
এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আলে প্রত্যেকটি শিশুর শিক্ষা নিশ্চিত করা হয়েছে। একটা সময় দেশে অভাব ছিল। তখন অনেকেই শিক্ষা থেকে বঞ্চিত হয়েছিল। কিন্তু সেই দিন আর নেই। এখন প্রত্যেকটি ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্য জাতিকে সুশিক্ষায় শিক্ষিত করা।
প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে এমপি ইয়াকুব আলী আরও বলেন, শিক্ষা বিস্তারে এতো অর্থ বরাদ্দ দেশের ইতিহাসে অতীতের কোন সরকার দেয়নি। যেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষকদের মর্যাদা দিয়েছেন। তিনি মনে করেন শিক্ষকরা জাতি গড়ার কারিগর। তাদের পেছনে রেখে একটি জাতি সামনে এগিয়ে যেতে পারে না। অুষ্ঠানের শুরুতে এমপি এস এম ইয়াকুব আলীকে কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে শিক্ষক সঞ্জয় কুমার দের পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, সরকারি এমএম কলেজের প্রফেসর জিল্লুর রহমান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন, থানার অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ, ভোজগাতী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মোড়ল, কুয়াদা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ওয়াজেদ আলী, উপজেলা আওয়ামী লীগ নেতা আলাউদ্দীন, যুবলীগ নেতা রবিউল ইসলাম রবি, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মাহাবুর রহমান প্রমুখ।