শ্যামনগর প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগর পৌরসভার নকিপুর গ্রামের এটিএম সামসুল হুদা (ঝন্টু) সহদর ভাই সাইফুল হুদার হাত থেকে রক্ষা পেতে উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন।
গতকাল বেলা ১১টায় প্রেসক্লাব হলরুমে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি দীর্ঘ ২৩ বছর যাবত শ্যামনগর কেন্দ্রিয় কামিল (এম.এ) মাদরাসায় শারীরিক শিক্ষা শিক্ষক পদে কর্মরত। আমার পিতাও ছিলেন নকিপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক।
আমার সেজো ভাই সাইফুল হুদা ও ভাবী খাদিজা পারভীন শত্রুতাবশত সম্প্রতি আর্মি হাউজ দর্জি টেইলার্স নামে ডিজিটাল ব্যানারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত উল্লেখ করে ব্যানারটিকে ছিড়ে ফেলা ও পদদলিত করা হয়েছে মর্মে থানায় আমিসহ আমার ছোট ভাই মঈনুল হুদা, আমার পুত্র কলেজ ছাত্র তানজিম ও প্রতিবেশি সৈকত পালকে বিবাদী করে অভিযোগ করে। যা তদন্তে মিথ্যা প্রমাণিত হয়।
পরবর্তীতে আমাকেসহ আমার পরিবারের সকলকে মিথ্যা মামলায় হয়রানি ও খুন জখমের হুমকি প্রদর্শন করে। এছাড়া আমার সেজো ভাই ও ভাবী গত ৭/০৪/২০১৫ তারিখে আমার মা সহ অন্যান্য ভাইদের জীবননাশের হুমকি দেয়ায় আমার মা নুরুন্নেছা খানম নিরাপত্তার স্বার্থে সাইফুল হুদা ও খাদিজা পারভীনকে বিবাদী করে শ্যামনগর থানায় জিডি করেন। যাহা তদন্তে সত্য প্রমাণিত হওয়ায় সাইফুল হুদা ও খাদিজা পারভীন ক্ষমা প্রার্থনাসহ এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে নিশ্চিয়তা প্রদান করেন।
এ সময় সামসুল হুদা বলেন, আমি একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও জননেত্রী শেখ হাসিনাকে শ্রদ্ধা করি। যে ব্যানার ছেড়ার অভিযোগ করা হয়েছে তাতে বঙ্গবন্ধু ও প্রধান মন্ত্রীর কোন ছবি ছিল না। ব্যানারটি আমরা আদৌও ছিড়ি নাই বা পদদলিত করিনি। জাতির পিতা ও মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে প্রতারণার মত জঘন্য অপরাধের জন্য আমি সাংবাদিকদের লেখনির মাধ্যমে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছি। এবং প্রকৃত দোষীদের শাস্তির দাবি জানাচ্ছি।