কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের সরফাবাদ গ্রামের আলাউদ্দিন মোড়লের স্ত্রী বাদী হয়ে কেশবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বিবাদী কামাল হোসেন তার মেঝ ভাই আলাউদ্দীনের সম্পত্তি জোরপূর্বক ভোগ দখল করার জন্য দীর্ঘদিন যাবত আলাউদ্দীনের স্ত্রী ফিরোজা বেগমের উপর অমানুষিক নিযার্তন করে আসছিল। সে ঘটনার জের ধরে গত ১৯ মার্চ সকালে ওই কামাল হোসেন আলাউদ্দীনের বাড়িতে প্রবেশ করে তার স্ত্রী ফিরোজা বেগম কে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে এবং তার পরিহিত শাড়ীধরে টানা হেচড়া করে শ্লীলতাহানী ঘটায়।
সরেজমিনে গিয়ে জানা গেছে, কামাল হোসেন পার্শ্ববর্তী মণিরামপুর উপজেলার বাঙালিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত। তার ব্যক্তিগত খায়েস মেটানোর জন্য অর্থ সম্পদের লোভে একাধিক বিয়ে করে এবং যৌতুকের টাকার জন্য প্রত্যেককে মারপিট করে ও তার কথা না শুনলে তালাক প্রদান করে। নারীলোভী কামালের এমন পৈচাশিক কর্মকান্ডের কারণে এলাকাবাসীও তার উপর ক্ষোভ প্রকাশ করেন।