নিজস্ব প্রতিবেদক, ঝিকরগাছা
ভোক্তা অধিকার না মানার অপরাধে আজ (মঙ্গলবার) সকালে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোর ঝিকরগাছা উপজেলার ঝিকরগাছা বাজারে অভিযান পরিচালনা করে করে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে একই অপরাধে জরিমানা করা হয়েছে।
ভোক্তা অধিকার মূল্য তালিকা না প্রদর্শন করায় (৩৮ ধারা) যশোরের ঝিকরগাছার মেসার্স বিসমিল্লাহ গোস্ত বিতানকে, জাবির গোস্ত বিতানকে ১০০০ হাজার টাকা করে ও মরিয়ম পল্ট্রি সেন্টারকে ২০০০ টাকা জরিমান করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনীম, সদর উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্ত আব্দুর রকিব সরদার ।