সাতক্ষীরা প্রতিনিধি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ও সবার মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করতে সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার আয়োজনে গরীব ও অসহায় পরিবারের মাঝে প্রতিবছরের মত এবারও ঈদ সামগ্রি বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০ টায় সদর উপজেলার লাবসা ইউনিয়ন পরিষদ হল রুমে সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি সাংবাদিক আবু সাঈদের সভাপতিত্বে আলোচনা সভা ঈদ সামগ্রি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্থার প্রধান উপদেষ্টা এবং জেলা পুলিশিং কমিটির সভাপতি ডাক্তার আবুল কালাম বাবলা। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুর রউফ বাবু।
এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক শেখ আবিদ হাসান, বিশিষ্ট ক্রীড়াবিদ ফজলুর রহমান, সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার নির্বাহী সদস্য সাংবাদিক মাসুম বিল্লাহ, সাংবাদিক আলী হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবৃন্দ। আলোচনা শেষে দেবনগর ও মথুরাপুর গ্রামের অসহায় অস্বচ্ছল পরিবার ও প্রতিবন্ধীদের মাঝে সেমাই, চিনি, দুধ এবং নগদ অর্থ বিতরণ করা হয়।