বাঘারপাড়া সংবাদদাতা
যশোরের বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়নের সেকেন্দারপুর গ্রামের আলমগীরের পরিবারের সাথে চাচাত ভাই আলাউদ্দিনের পরিবারের দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলে আসছে। তার জের ধরে আলাউদ্দিন গায়ের জোরে আলমগীরের জমির গাছ কেটে বসতবাড়ির সীমানা পাচিল নির্মাণ করছে এমন খবরে আলমগীর ও তার মা মরজিনা বেগম আলাউদ্দিনের কাছে জানতে চায়। আলাউদ্দিন মারমুখি হয়ে ওঠে এবং কোনকিছু উত্তর না দিয়ে আলমগীর ও তার মাকে পেটানো শুরু করে।
একপর্যায়ে প্রাচীরের কাজে নিয়োজিত রাজমিস্ত্রির হাতে থাকা হাতুড়ি দিয়ে মারাত্মক আহত করে আলমগীরসহ তার পরিবারের ৫ সদস্যকে। এ সময় আলাউদ্দিন ও তার শ্যালক সুইট, কামাল, রিপন, স্ত্রী শিরিন আক্তার সুমিসহ সবাই মিলে আলমগীরের পরিবারের উপর হামলাসহ মারপিট করে। আহত সবাইকে বাঘারপাড়া উপজেলা স¦াস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার আলাউদ্দিনসহ ৫ জনের নামে বাঘারপাড়া থানায় অভিযোগ দায়ের করছেন।