রাজগঞ্জ প্রতিনিধ
মণিরামপুর উপজেলা চালুয়াহাটি ইউনিয়ন পরিষদের মাধ্যমে দুই হাজার ১৫০টি কার্ডের বিপরীতে অতিদরিদ্র অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ শুরু হয়েছে।
গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত ইউনিয়ন পরিষদে চাল বিতরণ করা হয়। এ সময় চালুয়াহাটি ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল হামিদ সরদার বলেন, পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ১০ কেজি করে ভিজিএফ’র চাল বিতরণ করা হচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যেক অসহায় ও দরিদ্র মানুষদের জন্য সকল ধরনের সহযোগিতা দিয়ে আসছেন।
ওয়ার্ড অনুযায়ী পৃথকভাবে এ চাল বিতরণ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পরিষদের সচিব বিল্লাল হোসেন, ট্যাগ অফিসার মারুফুল হক ও হাবিবুর রহমান, মেম্বার মশিউর রহমান, মেম্বার সাইফুল্লাহ দফাদার, হারুনার রশিদ, আবুল হাসানসহ গ্রাম পুলিশ মাসুম শেখ। আসাদুল ইসলাম, ইসমাহিল হোসেন, বেবি রহমান, ছমির হোসেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।