শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সুন্দরবনে আত্মসমর্পণকারী ২৭টি বাহিনীর ২৮৪ জন আলোর পথের অভিযাত্রীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
তাদের মধ্যে বাগেরহাটের সাইনবোর্ডে ৩২ জন, ভাগা ৮৬ জন, মোংলায় ৫৮ জন। এছাড়া খুলনার জিরো পয়েন্টে ২৬ জন, চুকনগর ১জন, তালা বাজার ৩ জন, শিববাড়ী ৪ জন, কয়রা ১৩ জন, মুন্সিগঞ্জ ৫৪ জন, সদরকোর্ট ৭জন।
বৃহস্পতিবার সকালে শ্যামনগর মুন্সিগঞ্জ বাসস্ট্যান্ডে ৫৪ জনকে এএসপি আবু হাসানের নেতৃত্বে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় তার সাথে ছিলেন ডিএডি রিয়াজ, এস আই প্রসেঞ্জিত ও সঙ্গীয় ফোর্স। উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, সয়াবিন তেল, ঘি, সেমাই, চিনি, গুড়া দুধ, লবণ, বাদাম/কিসমিস, জিরা, এলাচ, দারুচিনি, পেঁয়াজ ও নগদ ১০০০ টাকা।
র্যাব-৮ এর অধিনায়ক লে. কর্নেল কাজী যুবায়ের আলম শোভন বলেন, আত্মসমর্পণকারী জলদস্যুরা পুনর্বাসিত হয়ে স্বাভাবিক জীবন যাপন করছেন।
সরকারের পক্ষ থেকে আত্মসমর্পণকারী সকল জলদস্যু/বনদস্যুদের বিরুদ্ধে রুজু করা চাঞ্চল্যকর ও গুরুতর অপরাধের (হত্যা ও ধর্ষণ) মামলা ব্যতীত অন্যান্য সকল সাধারণ মামলা সহানুভূতি সহকারে বিবেচনার বিষয়টি চলমান রয়েছে।
প্রসঙ্গত, ২০১৮ সালের ১ নভেম্বর সুন্দরবনকে দস্যু মুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।