কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা
ঝিনাইদহের কালীগঞ্জে নবগঠিত রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দের সাথে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের শুভেচ্ছা বিনিময়, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শহরের ধানসিঁড়ি রেস্টুরেন্টে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাহেদ কবির লিমনের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নবগঠিত কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি আহসান কবির, সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম সোহাগ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কাজী রিপন, রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক মিশন আলী, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোস্তাক আহমেদ লাভলু, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শেখ সাহাবুদ্দিন, রেজাউল ইসলাম, রিপোর্টার্স ইউনিটির সহ-সাধারণ সম্পাদক শাহ আলম, কোষাধ্যক্ষ এমএ লিতু, অফিস সম্পাদক হুমায়ুন কবির সোহাগসহ সদস্যরা।
এ সময় নবগঠিত কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।