শালিখা (মাগুরা) প্রতিনিধি
মাগুরা শালিখার উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের বাস্তবায়নে ৩নং আড়পাড়া ইউনিয়ন পরিষদে আসন্ন পবিত্র ঈদুল ফিতর-২০২৪ উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় ৪ হাজার ৪শত ১০ জনকে বিনামূল্যে ১০ কেজি করে ৩দিন ব্যাপি চাল বিতরণ উদ্বোধন করা হয়েছে আজ (রোববার)।
প্রধান অতিথি ছিলেন ইউএনও হরেকৃষ্ণ অধিকারী, উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার (ট্যাগ অফিসার) বিপ্লব কুমার রায়, চেয়ারম্যান আরজ আলী বিশ্বাস, ইউপি সচিব (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) বিএম আব্দুর রহমান, ইউপি সদস্য সাহেদ হাসান লিটন প্রমুখ।
অন্যদিকে ৪নং শতখালী ইউনিয়ন পরিষদের আয়োজনে, ৫ হাজার ৫ শত ৮৮ জনকে বিনামূল্যে ১০ কেজি করে ৩ দিন ব্যাপি চাল বিতরণ উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন ঝন্টু। এ সময় উপস্থিত ছিলেন আরডিও (ট্যাগ অফিসার) দেবাশীষ কুমার দাশ, ইউপি সচিব বিএম আব্দুর রহমান, প্যানেল চেয়ারম্যান জসিম মোল্যা ও আ. মান্নান শিকদার, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, গোলাম মোস্তফা প্রমুখ।