নিজস্ব প্রতিবেদক, ঝিকরগাছা
যশোরের ঝিকরগাছায় স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সেবা সংগঠন চার শতাধিক মানুষের মাঝে ঈদ সামগ্রি বিতরণ করেছে।
রোববার দুপুরে উপজেলার ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদ্রাসা মাঠে পুরস্কারপ্রাপ্ত সাহিত্যিক হোসেনউদ্দীন হোসেনের সভাপতিত্বে হতদরিদ্র বিধবা প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রি বিতরণ করা হয়। সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মীর আলি রেজা বকুল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, থানার অফিসার ইনচার্জ বিএম কামাল হোসেন ভুইঁয়া, উপজেলা সমাজসেবা অফিসার মেজবাহ উদ্দিন, নাগরিক অধিকার আন্দোলনের আহবায়ক মাস্টার নুর জালাল, সমন্বয়ক মাসুদুজ্জামান মিঠু, কোর কমিটির সদস্য আহসানউল্লাহ ময়না, সেবা সংগঠনের উপদেষ্টা মীর বাবরজান বরুণ, মীর ফারুক আহম্মেদ, সাদা মনের মানুষ সায়েদ আলী, আল এক্বরা মডেল একাডেমির প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মুহিত, ইঞ্জিনিয়ার তানভির সোবাহান ইমন, এসকে ক্লিনিকের কর্ণধার ও সমাজসেবক হাবিবুর রহমান হাবিব, ঝিকরগাছা প্রেসক্লাব’র সহ সভাপতি আতাউর রহমান জসি, সেবা সংগঠন এর সহ সভাপতি আলীশাহ, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।