যশোরে ভিক্ষাবৃত্তি ছাড়তে এক নারীকে ব্যবসায় উপকরণ দিয়ে সহযোগিতা করেছে গড়বো সমাজ কল্যাণ সংস্থা। পাশাপাশি এক মা ও ছেলেকে ব্যবসায়ের উপকরণ দিয়েছে সংগঠনটি। এ ছাড়াও ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রি দেয়া হয় তাদের। রোববার সকালে এ উপলক্ষে শহরের রেলগেট এলাকায় সংগঠন কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় বাহারুন বেগম নামে এক নারীকে ভিক্ষাপেশা ছাড়তে এক বস্তা বাদাম দেয়া হয়। আর রানু বেগম ও খাইরুল ইসলাম নামে এক মা ও তার ছেলেকে চায়ের ব্যবসায়ের উপকরণ দেয়া হয়।
অনুষ্ঠান সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি ব্যরিস্টার রেফাত রেজওয়ান কাজী সেতু। স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন মানিক। প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশন যশোর কার্যালয়ের উপপরিচালক বিল্লাল বিন কাশেম।
উপস্থিত ছিলেন, সংগঠনের নির্বাহী সদস্য এবিএম ফজলুল করিম, সদস্য সালমান হাসান রাজিব, সিয়াম হোসেন প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন সংস্থার কোষাধ্যক্ষ মনিরুল ইসলাম নয়ন।-প্রেস বিজ্ঞপ্তি