বাংলার ভোর প্রতিবেদক
“ভালোবাসা,ঐক্য,শান্তি,বন্ধন” এই শ্লোগানকে সামনে নিয়ে যশোরের মনিরামপুর উপজেলার ২নং কাশিমনগর ইউনিয়ের ইত্যা গ্রামে দেশে অবস্থানরত যুবক ও প্রবাসীদের নিয়ে “ইত্যা মানব কল্যান সংস্হা” নামে একটি সংগঠন আত্মপ্রকাশ ঘটেছে। গতকাল ২০শে এপ্রিল শনিবার রাত ১০ টার সময় ৪০ সদস্য নিয়ে এই সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে। এতে সভাপতি মনোনীত করা হয় ইয়ামিন রেজা ও সাধারণ সম্পাদক মনোনীত করা হয় নাজমুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয় মুন্নাফ হোসেন কে। এই সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষ্যে গতকাল শনিবার রাতে ইত্যা আতাউর কপি হাউজ মোড়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন, সংগঠনের প্রধান উপদেষ্ঠা শরিফুল ইসলাম, তৈয়বুর রহমান,আবু তাহের,শেখ জিনারুল ইসলাম জিন্নাহ , অর্থ সম্পাদক মোঃ আশিকুর রহমান শিমুল সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়াও উক্ত অনুষ্ঠানে গ্রামের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।