যশোর প্রতিনিধি
যশোর ডিবি পুলিশের তিনটি অভিযানে ৬২ বোতল ফেনসিডিল ও ১ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। এ সময় চার মাদক কারবারিকে আটক করা হয়।
২৬ বোতল ফেনসিডিলসহ আটকরা হলেন চৌগাছা উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের জলকর মাধবপুর গ্রামের আলমগীর, গয়ড়ার বিল্লাল হোসেনের কাছ থেকে আটক করা হয়। ২০ এপ্রিল এদেরকে আটক করা হয়।
ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার ২০ এপ্রিল বেনাপোলের খড়িডাঙ্গা মাঠপাড়াস্থ গ্রামের ইসরাফিল মোড়লকে ১ কেজি গাঁজাসহ আটক করা হয়।
একই দিন অপর আর এক অভিযানে, বেনাপোল পৌরসভার ৩নং ওয়ার্ডে অভিযান চালিয়ে কুতুব উদ্দিন শশীকে ৩৬ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়।