কেশবপুর প্রতিনিধি
যশোরের কেশবপুরে প্রচণ্ড তাপপ্রবাহের মধ্যে পেটের দায়ে কাজে বের হওয়া ভ্যানচালক, শ্রমিকসহ নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়িয়েছেন পৌর কাউন্সিলর আব্দুল হালিম মোড়ল। মঙ্গলবার দুপুরে তিনি শহরের বকুলতলা, পাইলট স্কুল মোড় এলাকাসহ বিভিন্ন স্থানের শ্রমজীবীদের মাঝে এবং পৌরসভার আট নম্বর ওয়ার্ডের পাঁচটি মসজিদ ও তিনটি মন্দিরে প্রায় ৪ হাজার পিস খাবার স্যালাইন বিতরণ করেন।
কেশবপুর পৌরসভার আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও পৌর বিএনপির সাংগঠনিক স¤পাদক আব্দুল হালিম মোড়ল ব্যক্তিগত উদ্যোগে ওই খাবার স্যালাইন বিতরণ করেছেন বলে তিনি জানান। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজিজুর রহমান, পৌরসভার আট নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ স¤পাদক আলী হোসেন, জজ আলী খান, শেখ শাহজাহান বাবু, ইসলাম মোড়ল, সোলায়মান হোসেন প্রমুখ। প্রচণ্ড তাপপ্রবাহের মধ্যে শ্রমজীবী মানুষ খাবার স্যালাইন পেয়ে খুশি প্রকাশ করেন।