অভয়নগর সংবাদদাতা
যশোরের অভয়নগর উপজেলা পরিষদের আয়োজনে মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন, যশোর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু, কৃষি কর্মকর্তা লাভলী খাতুন, সিনিয়র মৎস্য কর্মকর্তা আমিনুল হক, প্রকৌশলী নাজমুল হুদা, নির্বাচন কর্মকর্তা এস এম হাবিবুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, নওয়াপাড়া নদীবন্দরে উপ-পরিচালক মাসুদ পারভেজ, পল্লী বিদ্যুতের ডিজিএমসহ ইউপি চেয়ারম্যানবৃন্দ ও সকল দপ্তরের কর্মকর্তাগণ।