কেশবপুর প্রতিনিধি
আগামী ৮ মে কেশবপুর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান পদপ্রার্থী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধার সন্তান প্রভাষক কাজী মুজাহীদুল ইসলাম পান্নার হেলিকপ্টার মার্কার নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার হাসানপুর বাজারসহ দুইটি স্থানে নির্বাচনী কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চেয়ারম্যান প্রার্থী প্রভাষক কাজী মুজাহীদুল ইসলাম পান্না। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ২ নং সাগরদাঁড়ি ইউনিয়নের চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, ৪ নং বিদ্যানন্দকাটি ইউনিয়ন চেয়ারম্যান আমজাদ হোসেন, উপজেলা কৃষকলীগের সভাপতি সৈয়দ নাহিদ হাসান, সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র দত্ত, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক কাজী আজহারুল ইসলাম মানিকসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে হেলিকপ্টার মার্কার বিজয় কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।