সাতক্ষীরা প্রতিনিধি
দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সাতক্ষীরা সদর উপজেলার আলোচিত ৭ নং আলীপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। কিন্তু সকাল ৮টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ভোট চলাকালিন সময়ে আচরণবিধি ভঙ্গ করে মোটরসাইকেল মহাড়া ও শোডাউন করে কেন্দ্র নিয়ন্ত্রণের চেষ্টা করে ছাত্রলীগ।
রোববার বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান আশিক ৩০ থেকে ৩৫ টি মোটরসাইকেল যোগে প্রায় ৬০/৭০ জন নেতাকর্মী বিভিন্ন ভোটকেন্দ্রের সামনে মহড়া দেন। এ সময় দলীয় বিভিন্ন ধরনের স্লোগান দেন ছাত্রলীগ নেতারা। ফলে এতে আতংকিত হয়ে পড়ে সাধারণ ভোটাররা ও ঘোড়া প্রতিকের প্রার্থী আব্দুর রউফ সরদারের কর্মী সমর্থকরা।
এদিকে বেলা সাড়ে ১১ টার দিকে সকল কেন্দ্র নিয়ন্ত্রণ নিতে জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান আশিকের নেতৃত্বে মোটরসাইকেল মহড়ার ফলে সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ ব্যাপারে সাতক্ষীরা পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকী সাংবাদিকদের বলেন, ভোট কেন্দ্রের ভেতরে বা বাইরে কোন অবস্থাতেই কোনরকম মোটরসাইকেল শোডাউন দেয়ার সুযোগ নেই। এ ঘটনায় এখনই ব্যবস্থা নেয়া হবে।