বাংলার ভোর প্রতিবেদক
যশোর সদর উপজেলার রুপদিয়া ওয়েলফেয়ার একাডেমি প্রাঙ্গণ থেকে মিলন হোসেন (২৫) নামে এক ব্যক্তিকে উদ্ধারের পর হাসপাতালে মৃত্যু হয়েছে। শনিবার রাত ১ টার দিকে জঙ্গলের মধ্য থেকে তাকে উদ্ধার করে নরেন্দ্রপুর ফাঁড়ি পুলিশ। হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু ঘটে। নিহত মিলন সদর উপজেলার পদ্মবিলা-শাখাঁরীগাতী গ্রামের বাসিন্দা।
রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমির নাইট গার্ড সুমন হোসেন জানান, ২৭ এপ্রিল রাত ১ টার দিকে ওয়েলফেয়ার একাডেমির বাউন্ডারির জঙ্গলের ভেতর থেকে মানুষের গোঙানোর শব্দ শুনে তিনি এগিয়ে যান। এ সময় দেখতে পান এক যুবক গুরুতর আহত অবস্থায় পড়ে আছে। ঘটনাটি সঙ্গে সঙ্গে স্কুলের প্রধান শিক্ষককে জানালে তিনি নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্প ইনচার্জকে খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে স্কুলের নাইট গার্ড সুমনের মাধ্যমে মিলন হোসেনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একঘন্টা পর মিলন হোসেনকে ডাক্তার মৃত ঘোষণা করেন।
নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের টুআইসি এস আই আজাদ হোসেন জানান, রাত একটার দিকে তাৎক্ষণিক খবর পেয়ে আমরা মিলনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করার পর তার মৃত্যু ঘটে। তবে তার পোস্টমোর্টেম রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক তথ্য জানা যাবে।