সাতক্ষীরা সংবাদদাতা
সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে প্রচণ্ড রোদ উপেক্ষা করে খাওয়ার স্যালাইন ও খাওয়ার পানি বিতণ করা হয়েছে।
সোমবার বেলা ১১ টার সময় সাতক্ষীরা জজ কোর্ট এলাকায় এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সরোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি প্রতিরোধ সাতক্ষীরা জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হক। সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার উপদেষ্টা এডভোকেট এবিএম সেলিম, সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি ও দৈনিক বাংলা পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি আবু সাঈদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান বাপ্পি, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট অসিম কুমার মন্ডল, নির্বাহী সদস্য আলি হোসেন, সাংবাদিক মুজাহিদুল ইসলাম, নির্বাহী সদস্য মিজানুর রহমান, সাংবাদিক মোহাম্মদ মুজাহিদ প্রমুখ।
শহরের খুলনা রোড মোড়, নিউমার্কেট মোড় সহ বিভিন্ন সড়কের শ্রমজীবী মানুষ ও তৃষ্ণার্ত পথযাত্রীদের মাঝে স্যালাইন ও পানি বিতরণ করা হয়।