বাংলার ভোর প্রতিবেদক
যশোরের শার্শা উপজেলার পল্লীতে গৃহবধূকে ভিডিও ধারণ করে ভয় ভীতি দেখিয়ে ধর্ষণের অভিযোগে ৫ লম্পটকে আটক করেছে যশোর পিবিআই।
ধর্ষিতা ওই গৃহবধূর অশ্লীল কিছু ভিডিও ধারণ করে যশোরের বেনাপোল পোর্ট থানা ও শার্শা গ্রামের হাবিবুর রহমান (২৪), ইমরান হোসেন (২৬), শরিফুল ইসলাম জীবন (২০), মোরশেদ আলম শান্ত @ ইমদাদুল (১৯) ও ওরিফাদ হোসেন (১৯)।
আটকরা ওই নারীর সাথে অবৈধ সম্পর্ক করে তাকে ভয় দেখিয়ে বিভিন্ন সময় কিছু অশ্লীল ভিডিও করে। পরে ভিডিওগুলো ফেসবুকে ছেড়ে দেয়ার হুমকি দিয়ে তার কাছে ৫ লাখ টাকা দাবি করে। এ বিষয়ে গত ২৮ এপ্রিল পিবিআই যশোর জেলা ইউনিট ইনচার্জ পুলিশ সুপার রেশমা শারমিনের কাছে ধর্ষিতার পরিবারের লোকজন অভিযোগ করলে তিনি অভিযোগটি আমলে নিয়ে তদন্তপূর্বক ৫ যুবককে আটক করে এ ঘটনার রহস্য উদঘাটন করেন।
মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের এস আই রতন মিয়া জানান, গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির মাধ্যমে অনুসন্ধান করে ২৯ এপ্রিল সোমবার রাতে ওই তিনজনকে তাদের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। ঘটনার বিবরণে জানা যায়, ইমরান হোসেন সম্পর্কে গৃহবধুর দেবর। সেই সুবাদে প্রায় তার বাড়িতে আসা-যাওয়া করত। নানা ভাবে গৃহবধুকে কু-প্রস্তাব দিত। স্বামী বাড়িতে না থাকার সুযোগে ২৩ সালের ১০ জানুয়ারি গভীর রাতে ইমরান গৃহবধু ভাবিকে জোর পূর্বক ধর্ষন করে। ওই সময় ভিকটিমের অশ্লীল ভিডিও মোবাইলে ধারণ করে। মোবাইলে ধারণকৃত ভিডিওটি শরিফুল ইসলাম জীবন, হাবিবুর রহমান, মোরশেদ আলম শান্ত @ ইমদাদুল, ও রিফাদ হোসেনকে দেখায়। তারাও ভিডিওর সূত্র ধরে ভিকটিমকে ধারণকৃত অশ্লীল ছবি ও ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেবে বলে হুমকি দিতে থাকে। একপর্যায় ভিকটিম স্বামী-সংসার, সামাজিক মান সম্মানের ভয়ে নিরুপায় হয়ে তাদের সাথেও শারীরিক সম্পর্ক করে। ভিকটিমের অজান্তে তারাও ভিকটিমের নগ্ন ছবি ও ভিডিও ধারণ করে।
একই সাথে ভিকটিমের কাছে পাঁচ লক্ষ টাকা দাবি করে। ভিকটিম তাদের দাবীকৃত টাকা প্রদান করতে ব্যর্থ হলে ভিকটিমের অশ্লীল ছবি ও ভিডিও মোবাইলের মাধ্যমে প্রচার করতে থাকে। ঘটনার বিষয়ে অনুসন্ধানকালে আসামিরা ঘটনার সাথে জড়িত মর্মে সত্যতা পাওয়া যায়।
এরপর অভিযান চালিয়ে ঘটনার সাথে আটকদের জড়িত থাকার সত্যতা পাওয়া গেলে পিবিআই যশোরের একটি টিম তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদে তথ্য উদঘাটন করেন। গ্রেফতারকৃত তিনজন সোমবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবান বন্দি প্রদান করে।