বাংলার ভোর ডেস্ক
নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সারাদেশে বাজার মনিটরিং জোরালো করার জন্য বাণিজ্য প্রতিমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২০ মে) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুকে এ নির্দেশনা দেন তিনি। বৈঠক শেষে বিকালে সচিবালয়ে মো. মাহবুব হোসেন ব্রিফিংয়ে একথা জানান।
সচিব বলেন, আজকের মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী বাজার মনিটরিং জোরদার করার নির্দেশনা দিয়েছেন। তিনি বলেছেন, ক্রাইসিস না থাকার পরও বেশ কিছু পণ্যের দাম বাড়ছে। সেটা কেন হচ্ছে তা দেখতে বাণিজ্য প্রতিমন্ত্রীকে কঠোর নির্দেশনা দিয়েছেন। মাহবুব হোসেন জানান, প্রধানমন্ত্রী বিশ্ব পরিস্থিতি ও দ্রব্যমূল্যের কারণে স্বল্প আয়ের মানুষের কষ্টের কথা বিবেচনা করে শুধু ঢাকা শহরে ব্যাটারিচালিত রিকশা চলাচলের অনুমতি দিয়েছেন। তবে ২২টি মহাসড়কে আগের সিদ্ধান্ত অনুযায়ী ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ থাকবে।