ভাইস চেয়ারম্যান
ঝিকরগাছা- ইমরান রশীদ ও জেসমিন সুলতানা
চেচৗগাছা- শামীম রেজা ও নাছিমা খাতুন
শার্শা – আব্দুর রহিম সরদার ও শামীমা খাতুন সালমা
বাংলার ভোর প্রতিবেদক
যশোরের ঝিকরগাছা, চৌগাছা ও শার্র্শা উপজেলায় ইভিএমে ভোটগ্রহণ শেষে বেসরকারি ফলাফল ঘোষনা হয়েছে। চেয়ারম্যান পদে ঝিকরগাছায় মনিরুল ইসলাম, চৌগাছায় এসএম হাবিবুর রহমান ও শার্শায় সোহরাব হোসেন বিজয়ী হয়েছেন। তিনটি উপজেলায় নবনির্বাচিত চেয়ারম্যানরা স্থানীয় সংসদ সদস্যদের অনুসারী হিসেবে পরিচিত। মঙ্গলবার রাতে বেসরকারি ফলাফল ঘোষণা করেন সংশ্লিষ্ট সহকারী রিটানিং কর্মকর্তা ও জেলা রিটার্নিং কর্মকর্তা।
প্রাপ্ত বেসরকারি ফলাফলে, যশোরের চৌগাছা উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম হাবিবুর রহমান। তিনি পেয়েছেন ৩৩ হাজার ৫৬৫ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তানিছুর রহমান। তার প্রাপ্ত ভোট ২৮ হাজার ৯৮০ ভোট। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে শামীম রেজা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাছিমা খাতুন ২৬ হাজার ৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আকলিমা খাতুন লাকী পেয়েছেন ১৫ হাজার ৩৯০ ভোট। এই উপজেলায় মোট ভোট পড়েছে ৩১ দশমিক ৫১ শতাংশ। বেসরকারি ফলাফলে চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সুস্মিতা সাহা এই তথ্য নিশ্চিত করেছেন।
যশোরের ঝিকরগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান মনিরুল ইসলাম নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৪০ হাজার ৬৪৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সেলিম রেজা পেয়েছেন ১৮ হাজার ৪৪৩ ভোট। ভাইস চেয়ারম্যান পদে ৪১ হাজার ১৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সাংবাদিক ইমরান রশীদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি কামরুজ্জামান মিন্টু পেয়েছেন ১৭ হাজার ৯৫৬ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেসমিন সুলতানা ২৪ হাজার ৪৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আমেনা খাতুন পেয়েছেন ১৬ হাজার ৪৮২ ভোট। বেসরকারি ফলাফলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ন চন্দ্র পাল এই তথ্য নিশ্চিত করেছেন।
নির্বাচন ঘিরে ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের দুটি বলয় সক্রিয় হয়ে ওঠে। যশোর-২ আসনের সংসদ সদস্য ডা. তৌহিদুজ্জামান তুহিনের অনুসারী হিসেবে পরিচিত ঝিকরগাছা উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান মনিরুল ইসলামকে ঠেকাতে একাট্টা হয়েছিল দুই সাবেক সংসদ সদস্য। আরেক প্রার্থী সেলিম রেজার পক্ষে প্রকাশ্যে মাঠে নামেন সাবেক এমপি অ্যাড. মনিরুল ইসলাম ও ডা. নাসির উদ্দীন। ভোটের ফলাফলে চমক দেখিয়েছেন নবনির্বাচিত চেয়ারম্যান মনিরুল ইসলাম। তার অনুসারী দুই ভাইস চেয়ারম্যানও বিজয়ী হয়েছেন। উপজেলা পরিষদে মনিরুল ইসলামের প্যানেল বিজয়ী হলো।
শার্শা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সোহরাব হোসেন বিজয়ী হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আব্দুর রহিম সরদার ও মহিলা ভাইস চেয়ারম্যান হয়েছেন শামীমা খাতুন সালমা। এই উপজেলায় বিজয়ীরা সংসদ শেখ আফিল উদ্দিনের অনুসারীরা হিসেবে পরিচিত।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী দোয়াত কলম প্রতিকের সোহারাব হোসেন পেয়েছে ৩৭৫৭০ ভোট এবং আনারস প্রতিকের অহিদুজ্জান পেয়েছে ১২২৯১ ভোট, মোটরসাইকেল প্রতিকের আব্দুল মান্নান মিন্নু পেয়েছেন ৩৯২৯ ভোট ও ঘোড়া প্রতিকের ইব্রাহীম খলীল পেয়েছেন ১৭৯১ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে আব্দুর রহিম সরদার তালা প্রতিকে পেয়েছেন২২৯৬৭ ভোট, শাহারীন আলম বাদল টিউবওয়েল প্রতিকে পেয়েছেন ১৩৮৬৬ ভোট,তরিকুল ইসলাম মিলন টিয়া পাখি প্রতিকে পেয়েছেন ৪২১৪ ভোট ও শফিকুল ইসলাম মন্টু চশমা প্রতিকে পেয়েছেন ১৪৪৫৯ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতিকের প্রার্থী শামীমা খাতুন সালমা পেয়েছেন ৪২৬২৩ ভোট,হাঁস প্রতিকের আলেয়া ফেরদৌস পেয়েছেন ৭৭২৯ ভোট, ও নাজমুননাহার কল্পনা ফুটবল প্রতিক নিয়ে পেয়েছেন ৫১৬১ ভোট।