বাংলার ভোর প্রতিবেদক
যশোরের মনিরামপুরে অভিযান চালিয়ে আকরাম হোসেন নামে এক ব্যক্তির বাড়ি থেকে বিপুল পরিমাণ জাল ব্যান্ডরোল সম্বলিত বিড়ি ও জাল স্ট্যাম্প উদ্ধার করেছে র্যাব-৬। এ ঘটনায় বিপ্লব হোসেন, আকরাম হোসেন এবং ফিরোজ নামে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব-৬ এর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল মনিরামপুর থানাধীন ঘিবা গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে ১৯ হাজার ৬০ প্যাকেট জাল স্ট্যাম্প (ব্যান্ডরোল) সম্বলিত বিড়ি এবং ৬ লাখ ৮৭ হাজার পিস জাল স্ট্যাম্প (ব্যান্ডরোল) উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা পরষ্পর সহযোগিতায় সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে জাল স্ট্যাম্প (ব্যান্ডরোল) সম্বলিত বিড়ি তৈরি করে যশোরের বিভিন্ন এলাকায় বিক্রির জন্য সরবরাহ করত। উদ্ধারকৃত আলামতসহ আসামীদের মনিরামপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এঘটনায় বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ২৫(এ) ধারার মামলা রুজু করা হয়েছে।