বাংলার ভোর প্রতিবেদক
সদর উপজেলা নির্বাচনে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ফাতেমা আনোয়ার বৃহস্পতিবার বিকেলে যশোর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে নির্বাচনী গণসমাবেশ ও লিফলেট বিতরণ করেছেন।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মীর জহুরুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন জেলা যুবলীগের সহসভাপতি সৈয়দ মেহেদী হাসান। ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজিবুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা যুব মহিলা লীগের যুগ্ম সম্পাদক রেখা খাতুন, এলাকাবাসীর পক্ষে ইশতেফান তরফদার, বাবলু বিশ^াস, গ্রেগরি সরদার, রিনা বিশ^াস ও শিশির খান।
এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক শেখ মাহমুদ হোসেন, ঢাকা বিশ^বিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা তুষার চাকলাদার, জেলা তরুণ লীগের সাধারণ সম্পাদক আব্দার রহমান, জেলা যুব মহিলা লীগের দপ্তর সম্পাদক শাহীনা আক্তার, রামনগর ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি নিপা আক্তার প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন পাড়া কমিটির সেক্রেটারি টিটো সরকার।
এরপর ফাতেমা আনোয়ার শহরের বেজপাড়া, চারখাম্বা আনসার ক্যাম্প, হারান কলোনি, মুক্তিযোদ্ধা কলোনি, মুরগির ফার্ম এলাকা, গাড়িখানা রোড ও চৌরাস্তায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।