পাইকগাছা সংবাদদাতা
সরকার টেকসই বাঁধের নামে লুটপাট চালিয়ে যাচ্ছে। ওয়াপদার টেকসই বাঁধের ব্যবস্থার নামে কোটি কোটি টাকা লোপাট করে চলেছে। সুন্দরবন রক্ষা করতে না পারলে এ প্রাকৃতিক দুর্যোগ থেকে আমরা রক্ষা পাবো না। তাই সরকারের প্রতি সুন্দরবন রক্ষার সকল ব্যবস্থা নেয়ার আহ্বান জানান।
মঙ্গলবার বিকেলে ঘূর্ণিঝড় রেমাল এলাকা পরিদর্শন শেষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স পাইকগাছা প্রেসক্লাবে দুর্যোগ কবলিত উপকূলের জনপদ রক্ষায় দ্রুত পদক্ষেপ গ্রহণে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ সব কথা বলেন।
মতবিনিময় সভায় আইনজীবী ও উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি প্রশান্ত কুমার মন্ডলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, খুলনা জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক এসএ রশিদ, খুলনা জেলা সহ সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, কয়রা উপজেলা সভাপতি হাবিবুর রহমান, পাইগাছা উপজেলা সাবেক সাধারণ সম্পাদক অমলকৃষ্ণ মন্ডল, আফজাল হোসেন, বৃষ্টি মন্ডল ও কৃষক নেতা জাকির হোসেন।