রাজগঞ্জ প্রতিনিধি
মণিরামপুর উপজেলার রাজগঞ্জ, নেংগুড়াহাটের অঞ্চলে জামসহ ভরে উঠছে বিভিন্ন ফল ও ফুলের। মধুমাস জৈষ্ঠ্যের সুমিষ্ট রসালো ফল পাকা জাম। সেই সাথে রয়েছে নানা জাতের মৌসুমি পাকা ফল।
নেংগুড়াহাটের বিভিন্ন বাজারসহ প্রতিটি গ্রাম এলাকায় গাছে গাছে জাম পাকতে শুরু করেছে। জাম ব্যবসায়ী নিশাত খা, আব্দুল মালে, কামরুল ইসলাম জানাই, নেংগুড়াহাটের বিভিন্ন মোকাম হতে জাম বেশি দামে কিনে সেই জাম ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় হাট-বাজারে বিক্রি করছেন ব্যবসায়ীরা। তাই এই সব এলাকার বাজারে পাকা জামের দাম এখন আকাশ ছোয়া। অধিক মূল্যের কারণে পাকা জাম কিনতে হিমশিম খাচ্ছে। নেংগুড়া বাজারে প্রকার ভেদে পাকা জামের কেজি ২০০ থেকে ৩০০টাকা। অন্যান্য বছরের চেয়ে এবারে জামের দাম বেশি হওয়ায়। পরিবারের শিশুদের আবদার রক্ষা করতে ইচ্ছা থাকলেও দাম শুনে অনেকেই ফিরে যাচ্ছেন। নেংগুড়াহাটের জাম বিক্রেতা নিশাত খাঁ, রওশন কারিগর বলেন, আগের মত আর কমদামে জাম কিনতে পারছি না। এলাকায় গাছে পাকা জাম, না পেয়ে বিভিন্ন গ্রাম থেকে বেশি দরে কিনতে হয়েছে। বলে বাধ্য হয়ে বেশী দামে বিক্রি করতে হচ্ছে। নেংগুড়াহাটের জাম ক্রেতা হাফিজুর, শাহিন, আলম, জুয়েলসহ অনেকেই বলেন, অন্য বছরের তুলনায়, এবার পাকা জামের দাম খুববেশি। জাম স্বল্পকালীন। ফল হওয়ায় প্রতিবছরই এর চাহিদা বাড়তি হয়।