কেশবপুর পৌর প্রতিনিধি
যশোরের কেশবপুরে জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরে প্রস্তাবিত বাজেট ঘোষণা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ওই আনন্দ মিছিলের আয়োজন করা হয়।
আনন্দ মিছিলে অংশ নেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এইচ এম আমির হোসেন, সাধারণ স¤পাদক গাজী গোলাম মোস্তফা, সাংগঠনিক স¤পাদক গৌতম রায়, দপ্তর স¤পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান, কোষাধ্যক্ষ স্বপন মুখার্জী, কার্যনির্বাহী সদস্য আব্দুস সামাদ, শাহাদাৎ হোসেন, হাসানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুজ্জামান, আওয়ামী লীগ নেতা কবির হোসেন প্রমুখ।
আনন্দ মিছিলটি উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।