শার্শা সংবাদদাতা
যশোরের ঝিকরগাছায় ৪০ মণ ওজনের উন্নতজাতের একটি গরু পালন করেছেন আমিনুর রহমান। দাম হাঁকা হয়েছে ১৫ লাখ টাকা। খাবার, দৈহিক গঠন, ওজন ও শান্ত স্বভাবের জন্য নাম তার ‘বাহাদুর’। নিজ বাড়িতে প্রাকৃতিক ঘাস, ধানের খড়, খৈল, কুড়া, ভুষি, ভুট্টা ও ছোলা খাইয়ে তা বড় করেছেন। জেলা শহর থেকে ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের নায়ড়া গ্রামের আমিনুর রহমান।
গরুটির দৈর্ঘ্য ১০ ফিট ও ৫ ফিট উচ্চতার ষাঁড়টির নাম দেয়া হয়েছে ‘বাহাদুর’। এমন বড় আকারে গরু দেখতে প্রতিদিন বিভিন্ন এলাকার মানুষ ভিড় জমাচ্ছে আমিনুর রহমনের বাড়িতে। তবে ক্রেতারা দরদাম করে কিনতে পারবেন। দুই বছর আগে নিজ বাড়িতে জন্ম নেয়া গরুটি নিজের সন্তানের মত লালন-পালন করেন আমিনুর রহমান।
জানা গেছে, ছোট থেকেই গরু পালনের শখ ছিল আমিনুর রহমানের। এরই ধারাবাহিকতায় দুই বছর আগে বাড়িতে তার ফ্রিজিয়ান জাতের গাভী থেকে একটি বাছুর জন্ম নেয়। অন্যান্য বাছুরের থেকে আকার-আকৃতিতে বড় ও শান্ত স্বভাবের হওয়ায় তাকে ঘিরে বিশেষ পরিকল্পনা করেন তিনি। লালন-পালন করছেন নিজের সন্তানের মত দুই বছর ধরে। কোরবানীর ঈদকে সামনে রেখে তার পোষা গরু ‘বাহাদুর’কে বিক্রি করার চিন্তা করছেন। দাম ভালো পেলে বিক্রি করে দেবেন তার পোষা ‘বাহাদুর কে।
খামারি আমিনুর আরও বলেন, কোনো রেডিফিড খাওয়াইনি। মোটাতাজাকরণের কৃত্রিম কোনো পদ্ধতি বা হরমোনাল ইনজেকশন প্রয়োগ করিনি। স্থানীয় ব্যাপারীরা ১০ লাখ টাকা দাম বলে গেছেন। আমি দাম চেয়েছি ১৪ লাখ টাকা।’
উপজেলার শংকরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু গোবিন্দ চ্যাটার্জি বলেন, ‘শুনেছি আমিনুরের গরুটি এই অঞ্চলের মধ্যে সবচেয়ে বড় গরু। আমিনুর একজন ভালো গরুর খামারি।’
শিরোনাম:
- যশোর জেনারেল হাসপাতালে দুদকের অভিযান
- যশোরে বেড়েছে খুন-ধর্ষণ, আইনশৃংখলা উদ্বেগজনক
- যশোরে দ্বন্দ্ব সংবেদনশীলতা ও রূপান্তর বিষয়ক কর্মশালা শুরু
- জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ নড়াইলকে দুই গোল যশোরের
- এবার যশোরে ৭০৫টি শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি
- সুন্দরবনের সাগরে নিখোঁজ মাহিদের মরদেহ উদ্ধার
- শ্যামনগর ইউএনও’র বদলি আদেশ প্রত্যাহার দাবিতে মানববন্ধন
- মানসিক সুস্থতা এবং আসক্তি প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম